আমি ফিলিস্তিনি
কৃষ্ণ কামাল
আমি ফিলিস্তিন বাসি..
কিভাবে আজ দুঃখ কষ্টের দাসী
যদিও কথাটা অনেকদিনের
কিছু মানুষের বাস ভূমি হীনের
ঘুরিতেছিলো আমাদের গৃহের ধারে
থাকতে দিলাম আমাদের ঘরে
ধীরে ধীরে জোট বাধিয়া
বসিলো অধিকার চাহিয়া
এখন তারা জোর করে
আমাদের বাস ভূমিতে উঠলো বেড়ে
আমাদের তাড়ানোর ফন্দি
আমাদের ঘরে আমরা বন্দি
প্রতিবেশীর অস্ত্র ধরে
আমাদের সাথে যুদ্ধ করে
আমাদের ঘরে রক্তের নদি
সেটা বুঝেও না বোঝো যদি
আমাদের ছোট্ট শিশু সকল
মা হারা হয়ে কাদঁছে ব্যাকুল
অন্য প্রতিবেশীরা নিচ্ছে মজা
ভালো মানুষ হয়ে পাচ্ছি সাজা ।
এটা আমি…..
আমিও অনেক ছোট্ট এখানে
আমি পৌঁছাতে পারবো না সেখানে
আমি যে কলম চালাতে পারি
অস্ত্র চালাতে পারি না
আমার হৃদয়ে উঠছে ঝড়
আমার লেখা থামাতে পারি না ।।