আয় ঘুম ঘুম আয় ~রাজকুমার বেরা
-

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি রাজকুমার বেরা -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আয় ঘুম ঘুম আয়

আয় ঘুম ঘুম আয়---
স্বপ্ন দেখি দু'চোখ ভরে
পশ্চিমের ওই ফটক ধরে
অনেক রঙের তিতলি ফড়িং
মনটা যেমন চায়। 
আয় ঘুম ঘুম আয়---

আকাশ মেলায় সাতরঙা ঢেউ
ভাসবো হেলায় বয়নি যে কেউ
একলা আমি একলা যাবো
মাখবো গায়ে ঢেউ, 
নাইবা থাকুক সঙ্গে আমার
বন্ধু-স্বজন কেউ। 

আয় ঘুম ঘুম আয়---
ঝলমলে ওই পরীর সাথে
লক্ষ তারা যেথায় মাতে
এক লহমায় পৌঁছে যাবো
পরাগ মাখা পায়। 
আয় ঘুম ঘুম আয়। 

শেয়ার করুন

মন্তব্য করুন