আয় পরি
- সরল দে

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি সরল দে-এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আয় পরি

হাসনুহানার গন্ধ-মাখা মিষ্টি হাসি নিয়ে
চাঁদনি রাতে কে যায় কে যায় কাঁদনিপাড়া দিয়ে? 
তুই নাকি সেই হাসির পরি
আয় পরি তোর পায়ে পড়ি
এইখানে আয়, একটুনি ছুঁই আমার মায়ে-ঝিয়ে। 
একটু হাসি চাঁদ-চোয়ানো
একটু খুশি ফুল-ছোঁয়ানো
পাই যদি দিই এক্ষুণি এই কাঠ পুতুলের বিয়ে। 
বাছা আমার পায়নি খেতে
ঘুমপাড়ালুম আঁচল পেতে
এক থালা ভাত পায় যেন সে শ্বশুরবাড়ি গিয়ে।।

শেয়ার করুন

মন্তব্য করুন