কবিতা,:-আহঃ
মতিউর রহমান সরদার
তুমি কোথায়?
আমি তোমাকে খুঁজছি গগনে পবনে , বসুন্ধরার কনায় কনায়,
তুমি নাকি কোথায় হারিয়ে গেছো, বনের পাখিরা আমার শোনায়।
হঠাৎ তুমি হারিয়ে গেছো, আমি এখন খুঁজবো তোমার কোথায়?
তোমাকে না খুঁজে পেয়ে, আমি তোমার নিয়ে লিখছি কবিতার পাতায় পাতায়।
উন্মাদ হয়ে রাস্তাঘাটে, খুজছি আমি তোমায় একা,
এত মানুষের দেখা পাই আমি, তবু তোমাকে পাইনি দেখা।
ঘুমের ঘরে ভুল বকি আমি, ভুলে গেছি কোনটা দিন কোনটা রাত?
পথে পথে আমি অপেক্ষা করছি, কবে হবে তোমার সাথে আমার মোলাকাত।
পাগলা ভেবে খাচ্ছি তাড়া, ছুটছে সব ইট-পাটকেল খোলা,
চোখের পানি উষ্ণ আমার, কেঁদে কেঁদে চোখ ফোলা ফোলা।
এখনো কি দূরে থাকবে আমার চিঠি পড়ে?
যতই পারো মারো আমার তোমার কলম ছুড়ে।