আহবানঃ প্রিয়াকে (Ahaban : Priyake)
- বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)-এর লেখা একটি প্রেমের বাংলা কবিতা (Bangla Kobita) আহবানঃ প্রিয়াকে (Ahaban : Priyake)। 

‘If winter comes, can spring be far behind ?’

রাত অনেক… 

পৃথিবীতে শীত, ছিন্ন পাতাদের কানাকানি ;

আমার ঘুমের মধ্যে অস্পষ্ট পায়ে চলার শব্দ! 

দূরে রেললাইনের বুকে নিঃশ্বাস ফেলে একটা মালগাড়ি চ’লে গেল ;

নিস্তব্ধ পাষাণ – পুরীতে বাজল হুইসিলের সংকেত

কোন সতর্ক প্রহরীর।… 

১৩৫০ সালের এই শীতে, কে জানে, 

কার ভয়ে নিষ্প্রদীপ আমার ঘর  ? 

হঠাৎ কানে ভেসে এল একক পাখির কণ্ঠস্বর ;

চিনতে দেরী হলো না, 

এ পাখি বসন্তের। 

সারারাত জেগে শুনলাম

কানাকানি, দীর্ঘশ্বাস আর সতর্কতাকে এড়িয়ে

পাখির গান এগিয়েই চলেছেঃ অদ্ভুত মিষ্টি ওর সেই ডাক, 

যেন আহ্বান, প্রিয়াকে। 

বসন্তের পাখি শীতের দুপুরে- রাতে গাইছে গান। 


শেয়ার করুন

মন্তব্য করুন