আমি হব চাঁদ,
তুমি জোছনা।
নিশি গভীর হবে,
বিরাজ করবে নিস্তব্ধ মায়াময়তা।
আমি হব বাঁশি,
তুমি সুর।
আমি হব গানের বাণী,
তুমি কন্ঠস্বর।
সে পরিবেশ হবে পরম লীলাময়
ঢাকবে মেঘ সারা চরাচর,
উপরে মিলব আমি তুমি
নিচে তোমার স্বরের সুরে আমি।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭ই জুন,২০২৩,রাত ৯:২০, বারুইপুর