ইচ্ছে আমার
কৃষ্ণ কামাল
ইচ্ছে …….
আকাশ আমার ঘরের চাল
আর পৃথিবী হবে খেলার মাঠ
সকল পশু পাখি আমার পোষা
সকল নদীতে স্নানের ঘাঁট
আমার একলা চলত ভালো লাগে
নদী আর বনের ধারে
এমন সময় চাই যাহারে
পাই না খুঁজে তাহারে
যখন দিনের আলো নিভে
কালো আঁধার ঘুনিয়ে আসে
তখন আমি খুঁজি তারে
আমার পাশে
এমন সকল ইচ্ছে গুলি
আজকে যদি পূরণ হতো
আমার এই অবুঝ মন
আর একটু বেশি খুশি হতো ।।
।।