ইচ্ছে
ইচ্ছে কি আর বাস্তব হয়?
ইচ্ছে যে আজ কল্পনাতে,
অনিচ্ছাটাকেই ইচ্ছে করে
মাথায় করে যাচ্ছি নিয়ে।
বর্তমানের তালে তালে
চলতে গিয়ে পথ-
ইচ্ছে গুলো মনের ঘরেতে
বন্দি হয়েছে আজ।
ইচ্ছে করে অনেক কিছুই
কিন্তু যায় না করা,
ইচ্ছাটাকে কলমে গেঁথে
করছি আজ শব্দ নিয়ে খেলা।
সব ইচ্ছের দাম দিতে নেই
লক্ষটাকে স্থির রাখতে,
ইচ্ছে গুলো বাসনা করে
ভাসিয়ে দিয়েছি দূর আকাশে।