ইচ্ছে
- রামকিশোর ভট্টাচার্য্য

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি রামকিশোর ভট্টাচার্য্য -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা ইচ্ছে

                                                 
সকাল হলেই পিঠের ওপর বইয়ের বোঝা:
বাস এসেছে ইস্কুলে যাও আর দেরি নয়
বাপ্পা বলে,ইংরাজি আর অঙ্ক কষো
রুপকথা বই পড়লে কি আর কেউ বড়ো হয়! 

দুপুরবেলা যখন ভাবি থাকবো একা
চাপবো মনে নানান মজার মেঘের গাড়ি
তখন মাগো আমায় বলো, বাংলা লেখো, 
প্রথম হওয়া ফি বছরে কি দরকারই? 

বিকাল হলেই সাঁতারে যাও, আঁকার ক্লাসে
যোগ-আসনও করতে হবে সন্ধ্যে হ'লে
আবার যখন সাতটা বাজে,পড়তে বোসো
আমার কাছে এসব ভীষণ গন্ডোগোলের। 

আমি কেমন স্বপ্ন দেখি প্রজাপতি
চাঁদের গায়ে একটা ছোট ফুলের বাগান
কান রেখেছি ফাল্গুনে আর চৈত্র মাসে
শিখতে হবে কোকিল দোয়েল গাইছে যা গান। 

দাদাই বলে স্বপ্ন দ্যাখা নিষেধ আছে
বন্ধুরা সব মুচকি হেসে বলেছিল,শেম
ওদের নাকি সময় কাটে ভিসিয়ারে
মনখারাপের সঙ্গী নানা ভিডিও গেম। 

তার চেয়ে মা আমি না হয় একলা থাকি
নাই বা হলাম সব বিষয়ে সবার সেরা
স্বপ্ন দেখি সাতসাগরে নৌকো আমি
যা খুশি তাই বলুক না হয় নিন্দুকেরা। 


             

শেয়ার করুন

মন্তব্য করুন