মেঘের উপরে উঠে ঈশ্বরকে খুঁজলাম,
কিন্তু না, তিনি সেখানে নেই।
পৃথিবীর গভীরে গিয়েও দেখলাম,
কিন্তু না, তিনি সেখানে নেই।
আকাশ বাতাস পাহাড় নদী সাগর
সর্বত্র চষে বেড়ালাম,
কিন্তু না, তিনি কোথাও নেই।
মন্দির মসজিদ গির্জা
সর্বত্র প্রার্থনা করলাম,
“দেখা দিন প্রভু, দেখা দিন”
কিন্তু না, তাঁর দেখা পেলাম না।
সমগ্ৰ বিশ্ব ব্রম্ভান্ড তোলপাড় করে দিলাম
যদি দর্শন পাই…
তিনি কি সত্যিই আছেন?
শেষে, একদিন গভীর রাতে ঘুমের মধ্যে শুনতে পেলাম এক কন্ঠস্বর-
“এত খুঁজলি আমায় পেলি না,
নিজের মনকে দেখ আমায় দেখতে পাবি।”