হিংসা দ্বেষ আর অহংকারের ফলে
জীবনকে ঠেলছ নরকের পথে।
ক্ষুদ্র মন নীচ মন যার
তাকে ঈশ্বর করবেন না ক্ষমা পরপারে আর।
দ্বন্দ্ব মারামারি যুদ্ধ করে
করছ বৃথা সময় নষ্ট এ ক্ষুদ্র জীবনে।
পাপ কাজে লিপ্ত হলে একবার
তখন সেই ‘পাপ’ই টানবে-
তাকে থামাতে পারবেনা জেনো, কোন শক্তি এ জগতে আর।
অন্যকে যত কষ্ট দেবে করবে যত অবহেলা
জেনো, একদিন এর ফল ঠিকই পাবে-
বিদায়ের আগে শেষ মৃত্যুযন্ত্রণা।
যার অন্যের দুঃখে আসে না চোখে জল
বরং অন্যের বেদনাকে উপহাস করাই কাজ-
মন মানসিকতা বিকৃত, মানবিকতা বোধের অভাব তার।
সত্যের পথ ছেড়ে যদি মিথ্যার পথ ধরো
সে জীবনে ঈশ্বর আরাধনাও বৃথা মনে রেখো।
ঈশ্বরের দেখানো পথ মেনে সারা জীবন চলো
সত্য কর্ম করো মানব ধর্মের মূল মন্ত্রে বাঁচতে শেখো।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯মে,২০২৩,বিকাল, বারুইপুর