উদাস দৃষ্টি হতাশ পাখি
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

যখন তুমি জানালার গ্ৰিল ধরে উদাস ভাবে তাকিয়ে থাকো শেষ বিকালের আকাশের দিকে,

তখন তো দ্যাখো যে, একটা সাথীহারা পাখি উড়ে বেড়াচ্ছে হতাশ হয়ে এ মেঘের কোল থেকে অন্য মেঘের কোলে?

জানো ঐ পাখিটার কাহিনি?

ওর কিন্তু সাথী ছিল

তবে তা পূর্বজন্মে।

পাখিটা কে জানো?

যার ফটোতে তুমি প্রতি সন্ধ্যায় ধূপ দেখাও

অঝোর ধারায় কেঁদে-

সে এজন্মে ঐ দশায় আছে একা জীবন নিয়ে।


শেয়ার করুন

মন্তব্য করুন