এই শুরু
-

শেয়ার করুন

কালবেলা বয়ে যায় রাতের শেষ শুভ পলে

ছেয়ে যাওয়া চাঁদের আলোয়;

নিমন্ত্রিত ছিল যেসব অতিথিরা

বিদায় মূহুর্তে;

হাতে তুলে নেয় তারা মদিরার ছক,

তারপর একে একে করচুম্বনে

ক্রমশ;

শৈত্য নেমে আসে 

পুরোনো হয়ে আসা

হিমযুগের স্মৃতিতে,

ঘুমে ঢলে যাওয়া চোখে

গ্রাস করে নেওয়া

গতকালটাকে,

দেখবার চোখে

দেখি অন্য দুনিয়ায়;

ডুবে যাওয়া অন্য ছন্দে

বেহায়া খোয়াবে,

বিছানায়।


শেয়ার করুন

মন্তব্য করুন