একটি মেয়ের গল্প
একটি মেয়ে যদি সুন্দরী হয়
তার জীবনে আছে কত যে ভয়।
যেদিন থেকে সে হয় যুবতী
মনের মধ্যে তৈরি হয় নানারকম ভীতি।
প্রকৃতি তারে করেছে অপরূপ সুন্দর
তাই বলে কি সইতে হবে মানুষের কুনজর।
রাস্তায় বাসে সইতে হয় কতরকম অভদ্রতা
একেই কি বলে আধুনিক সভ্যতা।
অফিসে শিক্ষা প্রতিষ্ঠানে নেই নিরাপত্তা
অবৈধ প্রস্তাবের জেরে হতে হয় হেনস্থা।
চারিদিক থেকে ধেয়ে আসে প্রেমের প্রস্তাব
সমাজের ভয়ে দিতে পারেনা উপযুক্ত জবাব।
বিদ্যালয়ে যেতে হতে হয় ইভটিজিং এর স্বীকার
লোকনিন্দার চাপে জীবন হয় জেরবার।
এতকিছু সহ্য করে সে জীবন যাপন করে
আরো কতকিছু সইতে হয় সংসারের তরে।
আমরা পারিনা কি একটু ভদ্রতা দেখাতে
একটি মেয়ের জীবন সুন্দর করতে।
আমরা তো দেবী দূর্গার পুজো করি
তবে কেন মর্ত্যের দূর্গাকে অসম্মান করি।