একদিন সবকিছু থেকে যাবে শুধু আমি থাকবো না
-

শেয়ার করুন

একদিন সবকিছু থেকে যাবে

এই সুন্দর পৃথিবী দূরের চাঁদ সূর্য অগণিত তারা…

শুধু আমি থাকবো না।

 

চলে যেতে কি ইচ্ছা হয়?

ভালো না লাগলেও চলে যেতে হয়।

থাকতে তো ইচ্ছা করে আরও কিছু দিন

কিন্তু আমার ইচ্ছা তো বিধাতার ইচ্ছার কাছে কোনো দামের নয়।

 

দুই চোখ বন্ধ করলে চিরকালের জন্য

আপন হবে পর,

আবার নতুন জন্ম নিলে

তখন পর হবে আপন

এই তো জগতের নিয়ম।

দুই চোখ বন্ধ করলে চিরকালের জন্য

কিছুই আর মনে থাকবে না

কে আমি, কী নাম ছিল আমার,

কোথায় বাড়ি ছিল আমার।

আবার নতুন জন্ম নিলে

নতুন পরিচয়ে বেড়ে উঠবো

নতুন নামে আমায় চিনবে সকলে

নতুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গড়ে উঠবে।

 

হ্যাঁ এই হল জগতের নিয়ম,

যা মেনে না চলার কি কোনো ক্ষমতা আছে?

মেনে তো নিতেই হয় আর এভাবেই সময় একটু একটু করে এগিয়ে যায়।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন