একবার দেখা দাও ভগবান
-

শেয়ার করুন

কোথায় আছ তুমি ভগবান?

তোমায় দেখার বড় আকাঙ্খা আমার।

একবার দেখা দাও না

দেখবে তোমায় আমি রেখে দেব

আমার সমুদয় হৃদয় জুড়ে।

আর দেব না ছেড়ে চলে যেতে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৬/২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন