একুশ
- আবু জাফর মহিউদ্দীন

শেয়ার করুন

আমার হৃদয়ে ভুবনে বহিছে

উজ্জল বর্ণমালা,

যেই বর্ণের স্মৃতিবাণী ঘিরে

একুশ এনেছে মেলা৷

 

একুশ দিয়েছে তরুণ হৃদয়ে

সাহস দীপ্ত ও প্রাণ,

বাংলার মাটি রক্ষতে ভূমি

বিলে দিতে তার জান৷

 

একুশে ঝরেছে রক্ত শহীদের

কেঁদেছে মাতৃকোল,

থেমেছে দামামা উড়ছে আমামা

খুশিতে বাজিছে ঢোল৷

 

একুশ দিয়েছে মুক্ত চেতনা

মায়ের স্বপ্ন আশা,

দেশের জন্য জাতির জন্য

স্বাধীন বাংলা ভাষা৷


শেয়ার করুন

মন্তব্য করুন