আজকের কবিতাটি কবি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা ওদের সাজাবো আগে।
কাশের বনে দোল দিয়ে যায় শরৎ মেঘের হাওয়া, আবার শুরু শিউলি তলায় ফুল কুড়াতে যাওয়া। আটচালাতে দুর্গামায়ের চোখা আঁকছে ছেনো, সে থাকে এই সোনার গাঁয়ে তাকে কি কেউ চেনো! তার জোটে না নতুন জামা আদুল গায়েই থাকে, সেই তো সাজায় সাঙ্গোপাঙ্গো এবং দুগ্গা মাকে। পদ্মদিঘির পদ্ম তুলে গাঁথছে মালা যে মেয়ে, মুখ লুকিয়ে কাঁদে না সে পূজোয় সাজতে না পেয়ে। কারণ সে তো মাকে সাজায় সোলার রঙীন ফুলে, খোঁপা খুলে ছড়িয়ে সাজায় পিঠ ভরানো চুলে। এলো চুলে গয়না প'রে মা যেই পাড়া ছাড়ে, শরৎ আলোর নীচের পাড়ায় আবার আঁধার বাড়ে। কাশের বনে যাইনি এবার তুলিনি শিউলি ফুল, এবার আগের সাজিয়ে ওদের ভাঙব সবার ভুল।