ওরা কেবল জিততেই চায়~সমরকুমার চট্টোপাধ্যায়
-

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি সমরকুমার চট্টোপাধ্যায় -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা ওরা কেবল জিততেই চায়

সেই শিশুরা আজ আর নেই। 
যারা ছিল আমার ছেলেবেলায়।
সেই শিশুরা আজ আর নেই, 
যারা অজানাকে জানার, অচেনাকে চেনার
আনন্দে যেত ভেসে। 
আজ আর তারা নেই। 
যাদের হাতে ছিল পাতার লুচি-মাটির পুতুল
কিংবা পাট কাঠির তির। 
যাদের পায়ে ছিল---
এক্কা দোক্কা---চু কিৎ-কিৎ
চোখ বেঁধে বুড়ি ছোঁওয়া আর
কানা মাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। 
আজকের শিশুদের সে সবে আর মন ছোঁয়না।
কম্পিউটার -মেশিন গান- ভিডিও গেম
তাদের কৌশলে শেখায়---
শত্রু খতমের উত্তেজিত নব নব কৌশল। 
অথচ ওদের মা বাবার চোখে
ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন। 
পরিণতি---
পরিণত হওয়ার আগেই
মানসিক রোগাক্রান্ত। 
আজ ওরা নিঃসঙ্গ। 
ওরা হারতে চায়না কোথাও--- কোনখানেও। 
ওরা কেবল জিততেই চায়।। 

শেয়ার করুন

মন্তব্য করুন