ওরে তুই সর্বনাশী
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

ওরে তুই সর্বনাশী

কৃষ্ণ কামাল

 

আর কতো কাল থাকিবিরে চুপ

মাটির মূর্তির আড়ালেতে

ভারত স্বর্গভূমি জ্বলিছে আজ

অত্যাচারের আদালতে।

কোথায় লুকিয়ে সর্বনাশী

মোদের পানে দেখ না চেয়ে

তোর দুর্বল সন্তানেরা কাঁদে

রুদ্র বেশে আয় না ধেয়ে।

আয়না মা তুই এলো চুলে

ত্রিনয়নে আগুন জ্বেলে

খড়্গ তুলে নে মা হাতে

রণচন্ডি বেশে শক্তিশেলে।

দেখিস না তুই অবুঝ প্রাণী

মা মা বলে কাঁদিছে ডাকি

তুই কি নিষ্ঠুর তুই কি অন্ধ

কেমনে তোর চক্ষু দেয় ফাঁকি।

আয় না মা তুই কালী বেশে

অত্যাচারীর মুন্ডো নে মা হাতে

সকল পাপী অত্যাচারী

স্বগভূমি থেকে যাক নিপাতে।

তুই কি কেবল উঠবি জেগে

যখন দেবতা স্বর্গ রসাতলে

আমাদের এই স্বগভূমি 

রক্ষা করতে আসবি না চলে।

তবে কি তুই আমাদের পাশে

দাড়াবিনা তুই সর্বনাশী

আমাদের এই দুঃখে কষ্টে

তোর কিরে মা পাচ্ছে হাসি।

থাকরে তুই সর্বনাশী

অজ্ঞাত নিদ্রায় থাক ঘুমায়ে

আমরা মরি কান্না করি

সর্বনাশী তোর কি আসে যায়।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন