ও তুমি কে ?… পার্থ বসু
-

শেয়ার করুন

তোমার জন্যই তারার বাহার নীল আকাশে মেঘলা বিহীন,

তোমার জন্যই ছোট্ট মেয়ে নাচছে যে ঐ ধিন ধিনা ধিন।

তোমার জন্যই ভাবছে দিদি মোদির যে ঐ হবে যে হার,,

তোমার জন্যই ভাবছো মোদি এবার হবে চারশো যে পার।

তোমার জন্যই হয়তো রাহুল আলু দিয়ে বানায় সোনা

তোমার জন্যই বিরোধীদের বৃথাই কি? ঐ তারা গোনা

তোমার জন্যই এই গরমে হচ্ছে সবার বেহাল যে হাল,

তোমার জন্যই ঐ যে দেখো ঘূর্ণিঝড় ঐ বইছে রেমাল।

তোমার জন্যই কাল যে দেখো ঐ বৃষ্টি ভীষণ হবেই হবে,,

তোমার জন্যই ত্রাণের টাকা মারবে নেতা ভাবছে তবে।

তোমার জন্যই প্রেমিকের এই বেকার জীবন  হচ্ছে ফাঁকা,

তোমার জন্যই প্রেমিকা ও যে বেকার বলেই দিচ্ছে ধোঁকা।

তোমার জন্যই ভোটের সময় আবার ও ঐ হচ্ছে যে খুন,,

তোমার জন্যই অপেক্ষাতে বিশ্ববাসী র চৌঠা যে জুন।

তোমার জন্যই চাকরি চুরি র কোর্টে কোর্টে মামলা চলে ,

তোমার জন্যই সাপের চুমু দেখছি কেমন ব্যাঙের গালে।

তোমার জন্যই রোজ মরার এ জীবনে তে  আকাশ কুসুম স্বপ্ন দেখা,,

তোমার জন্যই ঐ ছোট্ট ছেলে বড় হয়ে চায় যে হতে শুধুই বোকা।।

তোমার জন্যই এই দেশে তে আজও কেন করুণ দশা?

তোমার জন্যই ফুটপাতে ঐ আজও কাদের রাতের বাসা?।

তোমার জন্যই এই দুচোখে তে ছিল কত স্বপ্ন আঁকা,,

তুমি কে, ও তুমি কে ?…এই কথাটাই নীরব রাতে ভাবছি বসে আমি একা।।


শেয়ার করুন

মন্তব্য করুন