কখনও অপরাধ কোরো না
-

শেয়ার করুন

তুমি যদি কখনও কোনো অপরাধ করে

মানুষের হাত থেকে পেয়ে যাও পার,

জেনো ভগবানের হাত থেকে 

তুমি পাওনি পার।

 

মানুষের চোখে ধুলো দেয়া সহজ

তবে ভগবানের চোখে ধুলো দেয়া নয় সহজ,

তুমি তো মানুষকে দেখতে পাও

তাই মানুষের চোখে ধুলো দাও,

তুমি তো ভগবানকে দেখতে পাও না 

তাই তাঁর চোখে ধুলো দিতেও পারো না।

 

তুমি কখনও অপরাধ করলে তার শাস্তি

মানুষ তোমায় না দিলেও,

ভগবান দেবেন তোমায় শাস্তি —-

এই কথা মনে রেখো।

 

তাই কোরো না অপরাধ কখনও

অপরাধ করার আগে দশ বার ভাবো,

আর যদি ভাবো তুমি অপরাধ করে

মানুষের বিচারালয় থেকে পার পেয়ে যাবে,

এই কথাটি রেখো স্মরণে —

একদিন না একদিন ভগবানের বিচারালয়ে তুমি সাজা পাবে।

 

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৬/৮/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন