কখনও
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

কখনও          উন্মাদের মতো ভালোবেসেছ,

কখনও          হৃদয় চিরে দেখিয়েছ,

কখনও          অঝোর ধারায় কেঁদেছ,

কখনও          গোলাপের কাঁটার আঘাত সয়েছ,

কখনও          চোখের কাজলে হারিয়েছ,

কখনও          নরম ঠোঁটে রাজত্ব করেছ,

কখনও          বুকের মাঝে ডুবেছ,

কখনও          লম্বা চুলের গন্ধে মেতেছ,

কখনও          দুই হাতে কোমল দেহ জড়িয়েছ,

কখনও          আলতা রাঙা পা চুমেছ,

কখনও          মিলনের সর্বসুখে মজেছ,

কখনও          একসাথে অসীম শূন্যে মিশেছ?

 

১৮ই জুন,২০২৩,বেলা ১২টা, বারুইপুর 

 


শেয়ার করুন

মন্তব্য করুন