কফিনের অন্তরালে
চুপ কেন আজ, তবে কি শুনবে না কবিতা?
ভোরে উঠেছে কত লেখায়, আমার কাব্য খাতা।
আগে তো রোজ বায়না করতে, একটা করে কবিতা শুনতে
আজ কি আর ভালোলাগে না! কবিতারা বুঝি আর খোঁজে না?
আকাশ আজ তারায় ঢাকা, হয়না গুনে শেষ
আমায় ছেড়ে তারাদের মাঝে তুমিও আছো বেশ!
অলস দুপুর তোমায় ছাড়া বড্ডো ফাঁকা লাগে,
তোমার গানের শব্দ গুলো আমার কানে বাজে।
হঠাৎ করেই আলাপ হয়েছিল, মনে আছে তোমার?
ছেড়ে যাবে না বলেও তুমি কোথায় গেলে এবার??
রাগ করে বুঝি আমার উপর,, এতটা শাস্তি দিচ্ছ!!
ফিরে এসো তুমি, একাকিত্বটা পাড়ছিনা করতে সহ্য।।
তোমার জন্য বানানো নূপুর পরে আছে আজ বাক্সে,
আমায় ছেড়ে বন্দি তুমি বদ্ধ কফিন বাক্সে।।
মনে পড়েনা মেঘলা বিকেল, গঙ্গা তীরে সূর্যি ডুবতো
কমলা রঙের আকাশটাকে কেমন করে মাতিয়ে তুলতো।
মনে পড়ে না একই রিকশায়, আমার হাতটা শক্ত কিরে ধরে-
বলতে রোজ তোমার জন্য বেলির মালা আনতে।
চুপ করে কেন, কি ভাবছো!! মিটমিট করে আকাশেতে জ্বলছ
ইচ্ছা করেনা ফিরে এসে, চমকে দিয়ে ভালোবাসি বলবো!!
লিখলে না তো যাওয়ার আগে, আমায় কোনো চিঠি
বললে না তো সাবধানে থেকো, এবার আমি আসি।
হঠাৎ করেই চমকে দিয়ে আচমকাতে উধাও
ভাবছো হয়তো এখন আমি ভালোই আছি বোধহয়।
সময় দিলে না শেষ চুম্বনের, কপালে দিয়ে বলতে-
তার আগেই কফিনেতে নিজেকে স্থান দিলে!!
আজও তোমার সেই মুখটা ভেসে ওঠে চোখের কোণেতে,,
শুনছো বোধহয় চুপটি করে এসব কথা কফিনের অন্তরালেতে!!