কবিতাঃ-বসন্ত নয় চৈত্র মাস কলমে :-রাজিব
-

শেয়ার করুন

  1.  
  2.  
  3. চোখের কোনে হাজার বসন্ত,বক্ষে নিদারুণ চৈত্র মাস।
  4. চৌদিকে ছুঁটে বসন্ত নিঃশ্বাসে দীর্ঘশ্বাস।
  5. ঝটিকা বেঁধেছে আসমান প্রান্ত বৃষ্টি স্নাতক রাত
  6. চমকে উঠি কুম্ভীরাশ্রুে কোথায় তোমার হাত?
  7. :
  8. উক্ত সকাল অর প্রেমের হৃদপিঞ্জর কম্পন
  9. আমি চাইনি কিশোর প্রেম ফিরিয়ে দাও
  10.  নব প্রেমের চুম্বন।
  11. ভালোবেসে চেয়েছি তোমায় হাতটা রাখব বুকে,
  12. অশ্রু জলে ক্ষত,বিক্ষত রোজ প্রাণহীন ধুকে,ধুকে।
  13. :
  14. আমার চোখে হাজার বসন্ত বক্ষে চৈত্রমাস
  15. ফাল্গুনী ফুল ফোঁটেছে কান্দনে আমার সর্বনাশ।
  16. প্রভাতে কোকিল ডাকে, পাখির হা-হুতাশ
  17. তুমি নেই এ বসন্তে কে দিবে! তোমাকে পাবার আশ্বাস?
  18. :
  19. শিমুল,পলাশ মেলেছে পাঁপড়ি লেগেছে বসন্তের বাতাস
  20. কেবা জানিলো! আমার ভিতরে বয়েছে বিস্ময় উদাশ।
  21. ভালোবেসে তোমার দুয়ারে চাইনি কোন দাম
  22. অবশেষ নিয়ে  ফিরি একবুক দুঃখের পরিণাম।

শেয়ার করুন

মন্তব্য করুন