কবিতারা
গল্প বাঁধে মনের গোপনে শব্দরা করে খেলা-
মন খারাপের সময় কাটায় অজানা কবিতারা।
মাধুরী রাতের মাধুর্যতা অথবা জোৎস্নারাতের আলো,
কবিতারা সব ঘর বেঁধেছে উড়িয়ে মনের ধুলো।।
কখনো বা ছন্দে ভরা কখনো বা ছন্দহীন,
কখনো মাতানো বিরহের সুর, কখনো বা বেদনাহীন।
গল্প বেঁধে শব্দরা সব, মনের খাতা ভরালো কখন
ফুটে উঠলো আঁধার থেকে সম্পূর্ণ এক কবিতা তখন।
আলো-আঁধারের কুহেলিকা এক, খুব গোপনে করে খেলা
ভরিয়ে তোলে হঠাৎ করেই ছন্দ মাত্রার যুগ্ম মেলা ;
জন্ম-মৃত্যুর ছোট্ট সময়, সিলেবাসটা মস্ত বড়ো
শেষটা থেকেই হয় যে শুরু, সূচিপত্রটা শেষেই ভালো।।