আজকের কবিতাটি কবি যতীন্দ্রমোহন বাগচী-এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা কর্ম।
শক্তিমায়ের ভৃত্য মোরা-নিত্য খাটি নিত্য খাই, শক্ত বাহু,শক্ত চরণ,চিত্তে সাহস সর্বদাই। ক্ষুদ্র হউক,তুচ্ছ হউক,সর্ব শরম শঙ্কাহীন--- কর্ম মোদের ধর্ম বলি কর্ম করি রাত্রিদিন। চৌদ্দ পুরুষ নিঃস্ব মোদের- বিন্দু তাঁতের লজ্জা নাই, কর্ম মোদের রক্ষা করে,অর্ঘ্য সঁপি কর্মে তাই। সাধ্য যেমন, শক্তি যেমন,---তেমন অটল চেষ্টাতে দুঃখে সুখে হাস্যমুখে কর্ম করি নিষ্ঠাতে। কর্মে ক্ষুধার অন্ন জোগায়,কর্মে দেহে স্বাস্থ্য পাই, দুর্ভাবনায় শান্তি আনে- নির্ভাবনায় নিদ্রা যাই। তুচ্ছ পরিচর্যা গ্লানি--- মন্দভালো কোনটাকে--- নিদ্রা হাতে মুক্তি দিয়ে হাল্কা রাখে মনটাকে। পৃথ্বীমাতার পুত্র মোরা মৃত্তিকা তার শয্যা তাই; পুষ্পে-তৃণে বাসটি ছাওয়া, দীপ্তি হাওয়া ভগ্নীভাই। তৃপ্ত তারি শস্যে জলে ক্ষুৎপিপাসা দুঃসহ, মুক্ত মাঠে যুক্ত করে বন্দি তারেই প্রত্যহ।