কলিযুগ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

মানুষ আজ মানুষকে চেনেনা,

অহংকার তার বাঁচার ভিত্তি।

ভুলে গেছে আপন জন,

নিজেকে নিয়েই ব্যস্ত দিবস রাতি।

ভুলে গেছে হাসি ভুলে গেছে কথা,

ভুলে গেছে পাশাপাশি বসে একটু সময় ব্যয় করা,

ভুলে গেছে প্রাণখোলা হাসি বুক ফাটা কান্না,

নিজের স্বার্থ গোছাতেই তৈরি সদা।

দিন শুরু হয় করে পরচর্চা পরনিন্দা,

দিনের শেষে আপন ট্যাঁকে কত কী জমলো-

তা নিয়ে শুরু হয় অঙ্ক কষা।

অন্যের সাফল্যে আনন্দ আসেনা হিংসা জাগে মনে,

এমন মানুষ কবে বিদায় নেবে অকূল সংসার হতে?

বিপদে পড়লে আসেনা ছুটে দেখতে,

দূর থেকে লোকদেখানো ঢং এ বলে ওঠে ‘আহা উহু’

এসবই কি কলিযুগের রীতিনীতি তবে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৩০মে,২০২৩,সকাল ৯টা, বারুইপুর


শেয়ার করুন

মন্তব্য করুন