কল্পনা
কৃষ্ণ কামাল
শোনো আমার কল্পনা
কালকে আমার বিয়ে
তাইতো এক বাঘ ধরেছি
সুন্দরবনে গিয়ে।
দেখেছো সবাই বিয়ে করে
গাড়ি ঘোড়া চড়ে
আমি যাবো বিয়ে করতে
ওই বাঘ কে বাহন করে ।
আমার গাঁয়ের সবাই হতবাক
কি করে এই ছেলে
বিয়ের করার জন্য কি কেউ
বাঘ কে নিয়ে খেলে ।
মুখে লাগিয়েছি সেলো টেপ
যদি গর্জন করে ওঠে
কে জানে তখন সকল
বরযাত্রী কোন দিকে ছুটে।
বর গিয়ে কন্যার বাড়ি
যেই দাঁড়াবো দ্বারে
বরণ করা ফেলে সকল
ছুটবে যেদিক পারে।
শ্বশুর কয়ে জামাই আমার
এলো এ কোন বেশে
জঙ্গলের কোন বাঘ এনেছে
লাগাম দিয়ে কষে।
কন্যার গায়ের লোকেরা
মেতেছে কি সব জল্পনায়
আমি বললাম ছাড়তো সব
এইসব কেবলি কল্পনায়।