কিশোর বিজ্ঞানী (Kishor Bijnani) -অন্নদাশঙ্কর রায় (Annada Shankar Ray )
-

শেয়ার করুন

কবি অন্নদাশঙ্কর রায় (Annada Shankar Ray) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) কিশোর বিজ্ঞানী (Kishor Bijnani)

                       এক যে ছিল কিশোর, তার

মন লাগে না খেলায়

ছুটি পেলে যায় সে ছুটে

সমুদ্দুরের বেলায়। 

                       সেখানে সে বেড়ায় হেঁটে

এধার থেকে ওধার

বাড়ি ফেরার নাম করে না

হোক না যত আঁধার। 

                    কুড়িয়ে তুলে নানা রঙের

নক্শা আঁকা ঝিনুক

এক একটি  রতন যেন

নাই বা কেউ চিনুক। 

                     বড়ো হয়ে ঝিনুক কুড়োয়

জ্ঞানের সাগরবেলায়

ঝিনুক তো নয়, বিদ্যা রতন

মাড়িয়ে না যায় হেলায়। 

                  বৃদ্ধ এখন, সুধায় লোকে, 

” কী আপনার বাণী”। 

বলে গেছেন যা নিউটন, 

পরম বিজ্ঞানী-

               ” অনন্তপার জ্ঞান পারাবার

রত্নভরা পুরী

তারই বেলায় কুড়িয়ে গেলেম

কয়েক মুঠি নুড়ি। “


শেয়ার করুন

মন্তব্য করুন