কীভাবে জীবনে সফল হবে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

জীবনে সফল হতে চাও বন্ধু?

চিন্তা করো না মেনে চল কবির দুটি কথা।

প্রথমত, জীবনের লক্ষ্য স্থির করো-

‘ভবিষ্যতে কী হব’ এটাই তোমার হোক লক্ষ্য।

ভাবছ এ আবার কেমন লক্ষ্য ‘ভবিষ্যতে কী হব’?

অবাক হয়ো না বন্ধু-

জীবনের সকল কিছুর মূল এই একটি কথা।

কেমন করে তোমার জীবন এগোবে, 

কীরূপে তুমি মানুষের সেবা করবে,

কীভাবেই বা জগতের উন্নতি সাধন করবে

এসবের জন্যই তো ঐ একটি কথা-

‘ভবিষ্যতে কী হব’।

এ কবিতা পাঠের সময় হয়ত মনকে বলছ,

কবি বলছে বলেই এই লক্ষ্যকে কেন বাছব?

রয়েছে তো আরও হাজারো লক্ষ্য।

কিন্তু বন্ধু যেকোনো লক্ষ্যের কথাই ধরো না কেন

দেখবে সকল লক্ষ্য মিলেছে শেষে এই একটি কথায় ‘ভবিষ্যতে কী হব’।

দ্বিতীয়ত, লক্ষ্যকে সফল করতে হলে 

চেষ্টার পথ ধরো। 

চেষ্টার ত্রুটি রেখো না কখনও।

এই ‘চেষ্টা’ই তোমার লক্ষ্যে অগ্ৰসরের মূল উপাদান।

জেনে রেখো চেষ্টা ছাড়া অর্জন করা যায় না কিছুই।

‘চেষ্টা’কে যত ভালোবাসবে-

জীবনের লক্ষ্যে পৌঁছানো হবে তত সহজ।

চেষ্টা থেকেই আসে ‘শ্রম’।

শ্রম হলো লক্ষ্যে এগোনোর প্রধান চালিকাশক্তি। 

এও মনে রেখো, ভালো কাজে সফলতা পেতে হলে পথে আসে বহু বাধা।

সে বাধার কবলে পড়ে কিন্তু হাল ছেড়ো না বন্ধু।

সকল বাধা দূর করে, চেষ্টাকে সঙ্গী করে, শ্রমকে হাতিয়ার করে তবেই তো প্রতিষ্টা পাবে জীবনে।

জীবনে সফল হওয়ার পরে ভাবো যদি এ কবিতার কথা-

তখন না হয় মনে কোরো এ কবিরও কথা,

আর ভালোবেসে দিও ছড়িয়ে এই কবিতার বাণীগুলিকে এ বিশ্বের প্রতিটি মানুষের কাছে।


শেয়ার করুন

মন্তব্য করুন