কীসের আফসোস? -কবি- জুয়েল ইসলাম
-

শেয়ার করুন

যখন জেনে গিয়েছো একদিন সংঘটিত হবে কিয়ামত

তবু কানো করছো তুমি দুনিয়ার খেদমত?

আফসোস করে পাবেনা তুমি কোন সাধ্য

যখন তোমায় জ্বালানো হবে গুনাহগারদের মতো।

ভাবি কি পাও, তুমি খারাপ কর্ম করে?

মুনকির নাকির ছাড়বেনা তোমায় ভয়ংকর কবরে,

কী পাচ্ছো তুমি সম্পদের আফসোস করে?

যেগুলি কোন কাজে আসবে না ভয়াবহ হাশরে।

কী পাচ্ছো তুমি মেয়েদের পেছনে ঘুরে?

তারা শুধু এক মৌমাছির মতো

ফুলে মধু থাকলে থাকবে, নায়তো আকাশে উড়ে যাবে।

আরে আফসোস করো সেই নবীদের নিয়ে

যারা কষ্ট করে ইসলামকে দিয়েছে বিলিয়ে,

আফসোস করো তায়েফের যুদ্ধের কথা

যেই অত্যাচারী গুলো দিয়েছিল নবীর বুকে ব্যাথা

তবু নবী করে দিয়েছিল তাদের মাফ

পরবর্তীতে যেন তারা হিদায়াত পেয়ে যাক,

চিন্তা করো সেই আলি- আসগারের ঘটনা

যাদের শহীদ করেছিল শয়তান ইাযিদ কাফিলা।


শেয়ার করুন

মন্তব্য করুন