কৃষ্ণ প্রেম
রঙের খেলায় মেতেছে আজ কৃষ্ণ সনে রাঁধা।
গোপীকাদের হৃদয়েও যেন কানু নামটি বাঁধা।।
বসন্ত এলো রঙিন রঙে রাঙাতে
আবির রঙের সাজে, সোহাগের রঙ জাগে,
গোপীকারাও দেখছে তাই-
তাদেরও সনে নাচে কানাই।।
রাধিকার সাথে কৃষ্ণ নাচে আনন্দ উল্লাসে!
তাই দেখে গোপীকাদের অজান্তেই ঈর্ষা আসে।
একি এমন লীলায় মেতেছে দোল পূর্ণিমার রঙে!
সজ্জিত আজ কৃষ্ণ প্রেম একই দোলায় দোলে।
রাধার সাথে কৃষ্ণ আজ রঙিন হলো রঙে,
রাধা কৃষ্ণের প্রেম কাহিনী-
যুগান্তরেও চিহ্নিত এ ত্রিভুবনে।।