কেন ভালো লাগে আমার এক্সপ্রেস ট্রেনে চড়তে?
-

শেয়ার করুন

এক্সপ্রেস ট্রেনে চড়তে আমার ভারি ভালো লাগে। কেমন বিভিন্ন স্টেশনে না থেমে বেরিয়ে যায় —- এটা দেখতে খুব ভালো লাগে আমার, এক্সপ্রেস ট্রেনে বসে। ধরা যাক একটা স্টেশনে থামল তারপর আবার অনেকগুলি স্টেশন গ্যাপ দিয়ে অন্য আর একটি স্টেশনে থামল। এই যে মাঝখানের বেশ কয়েকটা স্টেশনে থামল না —- এই বিষয়টা আমার কাছে খুব রোমাঞ্চকর লাগে।

 

কী সুন্দর দেখি, কত স্পিড তুলে আর হর্ন বাজাতে বাজাতে এক্সপ্রেস ট্রেন —- যে স্টেশনে থামার কথা নয় সেই স্টেশনটি থেকে বেরিয়ে যায়। এমনই কোনো না থামার স্টেশন এলে —- চলন্ত ট্রেনের জানালা থেকে দেখি কত মানুষ —- কেউ বসে বসে দেখছে আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের দুরন্ত ট্রেনটাকে।

মাঝেমাঝে এত স্পিড থাকে ট্রেনের, যে ভয় লাগে মনের ভিতর —- এই না কিছু একটা হয়ে যায়।

 

সবথেকে বড়ো কথা হলো অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যায় কোনো নির্দিষ্ট স্টেশনে। তবে সব স্টেশনের ক্ষেত্রে এই সুযোগ হয় না কারণ সব স্টেশনে তো এক্সপ্রেস ট্রেন থামে না কিছু নির্দিষ্ট স্টেশনেই থামে।

 

মাঝেমাঝে চলন্ত ট্রেনের দরজার কাছে চলে এসে একটু বাইরে ঝুঁকে দেখার চেষ্টা করি দূরের দৃশ্য। দেখতে বেশ দারুণ লাগে। ট্রেনটার দৈর্ঘ্যেও দেখি সেই সাথে। কত বড়ো লাগে। কখনও কখনও ট্রেনটা ঠিক যেন সাপের মতো এঁকেবেঁকে চলে। মনে হয় তখন, আঃ, কত দূরে যাচ্ছি! বেশ চাঙ্গা হয়ে ওঠে আমার দেহ-মন।

কত ধানজমি, মাঠ, বন, বাড়ি-ঘর, এই স্টেশন ঐ স্টেশন পেরিয়ে আমাদের এক্সপ্রেস ট্রেন ছুটে চলে গন্তব্যের দিকে। 

 

২৫/৭/২০২৪

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন