আমি তো হাতরে ফিরি এদিক ওদিক;
খুঁজি তোমায়, তোমার পরশ গায়ে মাখতে চাই।
তোমাকে তবুও পাই না।
জীবনে একবারও তোমাকে ছুঁতে পারলাম না !
কোন সে অজ্ঞাত বাধা,
কোথায় আছে সেই অদৃশ্য শক্তি,
যার কবলে আমি ডুবে আছি সদা?
তোমার অঙ্গের সুরভিও
ভেসে আমার কাছে এলো না কোনোদিন?
কই, জলের প্রাণীদের তো কেউ বারণ করে না
জল হতে বাইরে থাকতে?
ওরা তো জন্ম থেকে মৃত্যু অব্দি আছে
ওদের প্রাণের আধারের মধ্যেই।
শুধু মানুষ হয়ে একা আমি করলাম ভুল?
মানুষ তো আরও আছে এ বিশ্ব জুড়ে কোটিকোটি!
সে জীবন তো কয়েক মুহূর্তও বাঁচবে না
যার নেই নিশ্বাস!
তবে আমি কেমন করে বাঁচবো
আমার প্রাণই যদি খুঁজে না পাই তো?