কোলকাতার মামা~ শিশির সাঁতরা
-

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি যোগীন্দ্রনাথ সরকার -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা কোলকাতার মামা

কোলকাতার মামা-
পরে এল ফতু জামা, 
চেপে দ্রুত বাস ট্রাম ! 
এসে বলে অশ্বিনী
দাঁড়া একটু নস্যি নি, 
এই বুঝি তোর গ্রাম? 
নেই কোন আলো বাতাস
এই গরমে হাঁটাস
এর থেকে ভালো শহর ! 
তোদের যা পথ ঘাট, 
রাস্তায় বসে হাট
আহারে তার কি বহর !! 
 আমার নতুন জুতো
মাটিতে খায় যে গুঁতো, 
গুঁতো খেয়ে ধরে কান্না ! 
ফতুয়াটা ঝোপে ঝাড়ে, 
আটকেই পড়ে ঘাড়ে
চোখ থেকে ঝরে পান্না !! 
তার চেয়ে চল যাই
বগলেতে জুতো পরে তাই, 
তোর গ্রাম তোর কাছে রাখ ! 
ফিরে যাই কোলকাতায়
লিখে রাখি সব খাতায়, 
প্রাণটা ওখানেতে থাক !!

শেয়ার করুন

মন্তব্য করুন