আজ এ দিনান্তের শেষ লগনে
দুইহাত করো জোড়ে
গগনের পানে ফিরে উদাত্ত কণ্ঠে বলো-
হে প্রভু ক্ষমা করো ক্ষমা করো।
আজিকার মত মোর যত পাপতাপ সব ধুইয়ে দাও
তোমার আশিষ ধারায়।
আরও বলো-
কাল হতে যেন পালতে পারি সঠিক ধর্ম-কর্ম।
বিদায়ের আগে এই আশীর্বাদটুকু করে যাও প্রভু তব
দুই করুণা ভরা হস্ত তুলে।
——- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর,১৬ই এপ্রিল ২০২৩,শনিবার (বিকাল)