খন্ড খন্ড কবিতা
-

শেয়ার করুন

১.

 

মানুষ সারাজীবন ধরে’ ভালো কাজ ক’রলে 

মৃত্যুর পর স্বর্গে যায়,

আর সারাজীবন ধরে’ মন্দ কাজ ক’রলে

মৃত্যুর পর নরকে যায়।

কিন্তু আমার প্রশ্ন হ’ল এই স্বর্গ নরক আছে কোথায়- আকাশে না পৃথিবীতে?

এই প্রশ্নের যথাযথ উত্তর আমি পাইনি কারও কাছ থেকে

তাই এই কবিতাটি লিখে পাঠিয়ে দিলাম ভগবানের কাছে যিনি সৃষ্টি করেছেন স্বর্গ নরক-

দেখি কবে তিনি উত্তর পাঠান।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১০/২/২০২৪

 

২.

 

সূর্য সেই সৃষ্টির শুরু থেকে একনাগাড়ে আলো দিয়ে আসছে

একদিনের জন্যেও নিভে যায়নি

কিন্তু বৈদ্যুতিক আলো নিভে যায় আবার জ্বলে,

এই হোলো তফাৎ প্রাকৃতিক জিনিস আর কৃত্রিম জিনেসের মধ্যে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১১/২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন