খোঁজ আমায় খোঁজ
- মোহাম্মদ মুছা

শেয়ার করুন

খোঁজ আমায় খোঁজ 
মোহাম্মদ মুছা 
 
থাক, ঐটুকুতে থাক 
যেখান থেকে স্বপ্ন আমায়
“জাগো” বলে দিলো ডাক ;
থাক, ঐটুকুতে থাক 
‌সত্যি বলছি 
একটুখানি করিনিতো রাগ, 
রাখ,ঐইখানেতে রাখ
আমায় নিয়ে ভাবনা যত, 
মনের মাঝে লুকানো ক্ষত
মেঘের আড়ালে রাখ, 
ভালোবাসা শুয়ার হবে
খুঁজে আমায় কে বা দিবে? 
ঐ আশাতে থাক;ঐ আশাতে থাক
আমি এখন অন্য ভবে
বসত গড়েছি এইতো ভেবে
চাঁদ;তারা সব চিবিয়ে খাবো
আকাশ; হাতের মুঠোয় নিবো! 
তুমি যা চাও সবি দিবো
শিশির কনায় পদ্মায় ঝুলবো, 
আধাঁর আলো তফাৎ বুঝে
নিবে কি আমায় ; তুমি খুঁজে ? 
তাইতো আমি এখন অচিন 
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম 
দিক পাল্টে যায় রোজ
খোঁজ আমায় খোঁজ,

শেয়ার করুন

মন্তব্য করুন