খোকার মন
কৃষ্ণ কামাল
গদ্যের রচয়িতা তুমি
কাব্যের কবি
শরৎকালে আকাশে আঁকা
সাদা মেঘে ছবি।
মেঘের পিছে মেঘ ছুটেছে
নীল আকাশে খেলা
আমি যদি মেঘ হতাম
ভাসাতাম মেঘের ভেলা।
ঘুরতাম মহাকাশে
ভেসে বেড়াতাম বাতাসে
মামা বলে কোথায় খোকা
এখনো ফিরে না সে।
আমি বলি মামা তুমি
আমায় নিয়ে ভাবছো মিছে
মেঘ হয়ে থাকিব হেতা
নামবোনা আর নিচে।
এইভাবে একদিন
বৃষ্টি ডানা মেলে
নামিলাম আমি আসি
মামারই কোলে।