গণিতের জাদু
- ভাস্কর পাল

শেয়ার করুন

গণিতের জাদু

 

1,2,3,4 থেকে শুরু করে a,b,c,d –

গণিত মানেই α, β কত শত চিহ্ন।

 

সংখ্যার সাথে সংখ্যা মিশিয়ে রকমারি খেলা-

গণিত মানেই মস্তিষ্কে বুদ্ধি সত্তার মেলা।

 

আছে কত সমীকরণ আছে তার সমাধান-

গণিত মানেই জীবনটা করে তোলে মধুময়।

 

কত লজিক কত ফর্মুলা একসাথে ভরপুর

জ্যামিতি, পরিমিত মিলে মিশে অদ্ভুত!

 

গণিতে একটি বিন্দুর আছে কত মূল্য-

কোথাও সে দশমিক কোথাও বা গুণ-ও।

 

গণিত মানেই জীবনের এক অমূল্য গতি-

গণিত মানেই বুদ্ধি সত্তার প্রকাশের চিঠি।

 

ক্যালকুলাশ, অ্যালেজেব্রা, ফাঙশন – লজিক

গণিত হলো বিজ্ঞানের পিতৃ তুল্য প্রতীক।

 

গণিতের মায়াজালে জড়িয়ে পড়লে

জাদুময় হয়ে ওঠে, জীবনটা একেবারে।।


শেয়ার করুন

মন্তব্য করুন