গত জন্মের কোনো কথাই এ জন্মে নেই মনে
-

শেয়ার করুন

আমরা চলে যাব সবাই একে একে। আবার আসবো ফিরে। কিন্তু পাহাড় চলে যাবে না। এ জন্মে যে যে পাহাড় দু’চোখ ভরে দেখে গেলাম সামনের জন্মে হয়তো সেই সব পাহাড়ই আমার দেখব কিন্তু তফাৎটা হচ্ছে আমার আর তখন থাকবে না মনে যে গত জন্মে এসব তো আমার ঘোরা ছিল। এই যে এখনও অব্দি কত পাহাড়ী অঞ্চলে ভ্রমণ করা হয়নি কিন্তু আমি কি জানি এ জন্মে যে যে পাহাড়ি অঞ্চল দেখবো দেখবো বলছি গত জানবো হয়তো সেগুলি সবই দেখা হয়ে গেছে। সব জায়গাতেই আমার অভিসার সম্পন্ন হয়ে গেছে। কিন্তু কিছুই যে মনে থাকে না। আর ওদিকে পাহাড়ও যে কিছুই কথা বলতে পারে না। যদিও বা বলত আমি কি থোরাই বিশ্বাস করতাম? পাহাড়ের কথায় আমার মনে কি কোনো প্রত্যয় জাগতো? ভাবতাম এ কী কাণ্ড রে বাবা! পাহাড় আবার কথা বলতে পারে? আচ্ছা ধরে নিলাম আমার মধ্যে বিশ্বাস জন্মাতো কিন্তু তবু নতুন নতুন পাহাড়ী অঞ্চলে ঘোরার একটা আকাঙ্ক্ষা থাকতো, কারণ যে জায়গাগুলিতে গিয়েছি সে জায়গাগুলিতে তো গিয়েছিই কিন্তু যেসব স্থানে যাওয়া হয়নি সেসব স্থানের যাওয়ার তো একটা টান থাকবেই হোক না সে স্থান গত জন্মে ঘোরা। আর গত জন্মের কোন কথাই তো আমার মনে নেই, ভগবানের তো এই এক নিয়ম।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১১/৩/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন