গার্হস্থ্য জীবন
-

শেয়ার করুন

চাকরির পাশাপাশি

সংসারটা দেখছি।

একই তালে ত্রিশ বছর

কোথাও না ঠেকছি।

সারাদিন নেই ছুটি,

সাতসকাল জেগে উঠি,

স্নান শেষে ভিজেকাপড়

জমা করে রাখছি।

পূঁজোয় বসি ঠাকুরঘরে,

সংসারের মঙ্গল তরে,

ইতির মা ঘর মুছে

মাজে বাসন ডেকচি।

কাপড়গুলো কেচে দিয়ো,

চুলটা একটু বেঁধে দিয়ো,

হাতে নিয়ে প্রসাধনী

নিজ হাতেই মাখছি।

গিয়ে দেখি রান্নাঘরে,

ভাত রান্না হলে পরে,

আমি নয় নিজের হাতে

ভাতের হাঁড়ি ঢাকছি।

মাছখানা কুটে দিয়ো,

কড়াই উনুনে দিয়ো,

রান্নাটা শেষ হলে

হাতে নিয়ে চাকছি।

‘কই তুমি’ ’বাজারে যাও’,

‘বড় দেখে থলে নাও’,

আমি নয় বসে একটু

তালিকাটা লিখছি।

কারও কোন চিন্তা নাই,

রাতে আমার ঘুম নাই,

আমার মত মেয়ে বলে

এ সংসারে থাকছি।

কর্তব্যের হেলা নয়,

সবার জন্য চিন্তা হয়,

আমি যেন সুস্থ থাকি

ভগবানকে ডাকছি।  

 


শেয়ার করুন

মন্তব্য করুন