গোপন কথা অপেক্ষাদের মুহূর্তরাই জানে
- জয়ন্ত কুমার দুবে

শেয়ার করুন

গোপন কথা অপেক্ষাদের

মূহুর্তরাই জানে।

-জয়ন্ত কুমার দুবে।

 

তোমার দেশে গ্রীষ্মপ্রখর

আমার তখন শ্রাবণ মাস,

আমার তখন প্রথম প্রেম

তোমার বোধহয় সেকেন্ড লাভ।

 

সূর্য তখন মাথার ওপর,

চমকানো নীল মেঘ,

দুরন্ত সব ট্রেনের মতোই

আমাদের গতিবেগ।

 

সমস্ত দিন সমস্ত রাত

বেয়ে চলে নদী জল,

হাত ধরে পথ পেরিয়ে, তখন

নেশায় টলমল।

 

বয়স তখন আপোষ শেখায়-

শেখায় প্রতিক্ষা,

তারাদের মাঝে একটি তারার-

প্রবল এক ইচ্ছা।

 

সময় কখন পেরিয়ে গেছে

নালিশ আর অভিমানে,

গোপন কথা , অপেক্ষাদের

মুহূর্তরাই জানে।

 

 

টাপুর টুপুর বৃষ্টি বিকেল

কেটে গেছে এক কালে,

এখন শুধু জল আসে,

আমার, ঠোঁটে -চোখে -গালে।

 

সেদিন ছিল ভিষন কঠিন

সেদিন দারুন জ্বর,

 এখন বয়স সইতে পারে

আলেয়া, প্রবল ঝড়।

 

মেঘেদের মাঝে হারিয়ে যেতে

ইচ্ছে দারুন করে,

ইচ্ছে ছিল, ইচ্ছে আছে

দুজনে, হেঁটে যাবো প্রান্তরে।

 

গোপন কথা মনেই থাকে

মন সবই জানে,

আপোষ, নালিশ আর অভিমান

হারিয়ে ফেলেছে মানে।

 

এমন প্রবল সুনামিতে-

ভেসে গেছে ছিল যা,

কখন কোথায় দেখা হবে

আজ তারই প্রতিক্ষা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কবিতা পাঠ – 


শেয়ার করুন

মন্তব্য করুন