একটুও মায়া লাগেনা সূর্যকে
যে আমাদের শরীরকে দিচ্ছে পুড়ে,
আহা! কি লাগে কষ্ট মোদের
তবু লাগেনা কোন দয়া সূর্যের।
না ভালো লাগে পড়তে, খেলতে গরমের দিনে
মন শুধু কষ্ট পাই পিপাসার টানে,
কোথায় যাই, ভেবে না পাই!
মনের ইচ্ছা শুধু ঠাণ্ডা চাই।
জানিনা এত গরমের কারন
শুনি শুধু সবার মুখে কি গরম, কি গরম,
কষ্ট পাই জীব, প্রাণী ও মনসও
আরো কষ্ট পাই মানুষের থেকে যারা বয়েস্ক।
যখন বৃষ্টি হয় ঠাণ্ডা পাই
আরো মজা লাগে ঘুমার সময়,
ওই মুসলমান পাপ করা ছেড়ে দাও
তোমার রব বৃষ্টি দান করবে এই দুনিয়াই।