চক্ষুদান
- ভাস্কর পাল

শেয়ার করুন

চক্ষুদান

 

হে স্রষ্টা; তোমার হস্তে সৃষ্টি মম

দুই নক্ষত্র নয়নও-

যাহা তুলিয়া ধরে এ ধরিত্রীর সৌন্দর্য।

 

কত আছে উদ্ভ্রান্ত জীব,

স্রষ্টা তব পদতলে।

যারা দেখেনি এ জগতের অপরূপ শোভা,

দেখেনি তোমারে…

 

আমরা সজ্জিত করি চক্ষু জোড়া-

রাঙিয়ে তুলি কাজলের টানে।

দৃষ্টি হীনরা বড়োই অভাগী,

তাদের সুন্দরতা অন্ধকারে।

 

চক্ষু মোর লজ্জিত আজ, অন্ধ হৃদয়ের স্বরে।

অচেনা চেনা হয়েছে আজ,

হয়েছে অনেক কিছুই দৃশ্যমান;

আজ মোর নয়নও দিয়া

অন্যের তারা উঠুক ফুটে।।


শেয়ার করুন

মন্তব্য করুন