চাঁদিমার প্রতিমা
-

শেয়ার করুন

চাঁদিমার প্রতিমা তুমি,
আভাসিত আলোকন;
কপালিনী তুমি,
ললাটভূষণ_
সে তো তোমারি ব্যায়ন।

দুরাসদ তুমি,
স্বাভিলাষ মোর,
চপলতা যায় ছাড়ি_
বৈরাগী শেষে দিওয়ানার বেশে,
ফিরিয়া আসিল বাড়ি।

লোর বড়জোর,
শুকায়ে গিয়াছে,
দোকতার ধোয়া কশে_
শিথিল রীতিতে,
ম্নান দেহখানা,
শেষ কামড়ায় বসে।

বহুকাল দেখা নাই_
আকাশে পাতালে সকলি দেখিনু,
সকলি ভুলিয়া দিকপতি হনু_
উদার হইতে অনুদার;
বিষাদিনী মোর  তথাপি  কভুও,
মরণের কালে মেলে নাই!


শেয়ার করুন

মন্তব্য করুন