চিরস্থায়ী ভালোবাসা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

এত কাছে আছি তো

তাই বুঝতে পারছ না আমাকে।

অতএব এবার একটু ভুল বোঝো;

দেখবে মনে জাগবে সংশয়।

আমাকে না দেখার ইচ্ছে হবে,

চাইবে আমার কথা মন থেকে মুছে দিতে।

তবে পারবে কি বেশিদিন ঐভাবে থাকতে?

একাকী রাতে বালিশ ভিজবে চোখের জলে,

নিজেকে দুষবে তখন।

বলবে, ভুল হয়েছিল,

আবার আসবে ফিরে,

সেই ভালোবাসাই থাকবে চিরস্থায়ী হয়ে।

 

৪জুন,বিকেল ৪টে, বারুইপুর 


শেয়ার করুন

মন্তব্য করুন