কোথায় আর কবে তুমি যেন আমাকে বলেছিলে ভালোবাসো।
কিন্তু, বড় আফসোস সেই জায়গাটা আর সময়টা আমি মনে করতে পারিনা!
অনেক চেষ্টা করি।
ভেবে ভেবে ভাবনার শেষ স্তরে এসে পৌঁছাই
না, ওর ওপারে আর কিছু নেই,
শুধু কালো ধোঁয়ার বিচরণ স্থান।
তবু চাই ঐ ধোঁয়া দিয়েই ‘ভালোবাসা’ শব্দটা গড়ে নিজেকে শান্ত করব।
কিন্তু, না।
মনে করব কীভাবে?
আমি তো থাকি শূন্যে অসীম শূন্যে,
তাই বলে মহাকাশে নয়।
এমন এক স্থান যার যুক্তি ব্যাখ্যা অসম্ভব,
বিজ্ঞানও যেখানে আসতে পারবেনা কখনও।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯মে,২০২৩, দুপুর, বারুইপুর