ছিল
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

অনেক কিছু বলার ছিল 

তা আর হলো না।

একসাথে চলার সাধ ছিল 

তা আর মিটলো না।

পাশাপাশি বসে জোছনা মাখার ইচ্ছে ছিল

তা শুধু ইচ্ছেতেই থেকে গেল।

মুখোমুখি বসে সময় কাটানোর কথা ছিল

তা শুধু কথাতেই থেকে গেল।

দুজনে মিলে ঘর বাঁধার স্বপ্ন ছিল

তা আর চোখ মেলল না।

হাতে হাত রেখে দীর্ঘ জীবন ব্যয়ের আশা ছিল

তা আর আলোর মুখ দেখল না।

ছাড়াছাড়ি হয়ে গেছি বহুকাল,

একজন মিশেছে হাওয়ায় 

অন্যজন মাটির তলায়।

কেউ মেনে নেয়নি

না পরিবার না সমাজ।

তাই ছিল, হ্যাঁ সত্যিই ছিল,

দুজনের নাম এ বিশ্বে।

১৬ই জুন,২০২৩,বিকাল, বারুইপুর 


শেয়ার করুন

মন্তব্য করুন